আটকে গেলো ফারুকীর আলোচিত ছবি ‘শনিবার বিকেল’

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৭ ২০১৯, ০৫:৫৬

এ বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের তালিকায় শীর্ষে থাকা ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’। সেন্সরের চৌকাঠ পেরোতেই হিমশিম খাচ্ছে এই ছবিটি। মঙ্গলবার দ্বিতীয়বারের প্রদর্শনীতে কার্যত আটকে গেলা চলচ্চিত্রটি।

সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। এর আগেও গত সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনীর আয়োজর করা হয়। দ্বিতীয়বার ছবিটি দেখার সময় সচিবসহ সেন্সর বোর্ডের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করাসহ ছবিটি বাংলাদেশে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, যোগ করেন নওশাদ।

জানা গেছে, ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানের জঙ্গি হামলা এ ছবির প্রেক্ষাপট।