আজ বিশ্ব কিডনি দিবস

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৪ ২০১৯, ০৬:১৮

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘বিশ্ব কিডনি দিবস-২০১৯’।

১৪ মার্চ, বাংলাদেশে দিবসটি পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্থ কিডনি, সবার জন্য সর্বত্র’।

দিবসটি পালনে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (কেএএমপিএস), বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও কিডনি ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্বব্যাপী প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালন করা হয়। কেএএমপিএসের উদ্যোগে সকাল ৮টায় শোভাযাত্রা এবং বেলা ১১টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।