আজ নাজিরহাট মাদ্রাসার খতমে বুখারী দরস দিবেন দেওবন্দের মুহতামিম

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৪ ২০১৯, ০৫:১৯

হাবীব আনওয়ার

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ফটিকছড়ি আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠান আজ রবিবার ২৪ শে মার্চ বাদে জোহর থেকে মাদরাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ, সারাবিশ্বের ইসলামী জ্ঞান-বিজ্ঞানের অনন্য সূতিকাগার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবুল কাসেম নোমানী।

আজ সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি নাজিরহাট পৌঁছবেন এবং জোহর পর থেকেই দরস শুরু করবেন বলে জানিয়েছেন নাজিরহাট বড় মাদ্রাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী।

এদিকে দেওবন্দ মাদরাসার মুহতামিম এর আগমন উপলক্ষে নাজিরহাট বড় মাদ্রাসার ছাত্রবৃন্দ, ফুযালা, এলাকাবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।

মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ইসলামপ্রিয় জনতাকে দাওয়াত করেছেন নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ ইদ্রিস।