আগুনে ভষ্মিভূত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছে সুয়াবিল ইসলামী গণপাঠাগার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৫ ২০১৯, ০৪:৫৯

নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড সুয়াবিল গোলাম হোসেন শাহ্ রহ. বাড়ীর পাঁচ পরিবারের বসতঘর ও সমস্ত মালামাল পুড়ে ছায় হয়ে অঙ্গার বনে গেছে ভিটেও।

(৩ জানুয়ারি) শুক্রবার, রাত ২টার পর আগুন লাগায় ও ফায়ার সার্বিসের গাড়ী ভুল বশত গোলাম হোসেন শাহ’র পরিবর্তে সোবহান শাহ’র মাজার এলাকায় চলে যায়, ফলে নিয়ন্ত্রণহীন হয়ে সকল ঘর পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের মতামত। ঘর, আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ টাকার মত।

সুয়াবিল ইসলামী গণপাঠাগার (ফটিকছড়ি)’র ত্রাণ সহায়তা টীম সকালে তাৎক্ষণিক পরিদর্শন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের জনসংখ্যার উপর একটি রিপোর্ট নিয়ে সামর্থ্যানুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ কল্পে গঠন করা হয় একটি ত্রাণ সহায়তা টীম।

সবার দোয়া ও অসহযোগিতায় ইতোমধ্যে সঞ্চয়ও হয়েছে কিছুটা।
তবে এ ব্যাপক ক্ষয়ক্ষতিতে সহযোগিতারও প্রয়োজন ব্যাপক।
তাই আসুন, বিত্তবান ও সহযোগিতাপরায়ণ সকলে একটু স্রষ্টার দেয়া সম্পদ থেকে কিছুটা নিয়ে তার সৃষ্টির কল্যাণে বাড়িয়ে দেই ভালোবাসা ও আন্তরিকতার দু’টি হাত!
মহান আল্লাহ্‌ আমাদের বিপদে ধর্য্য ধারণ ও বিপদগ্রস্তদের পাশে এখলাসের সাথে থাকার তাওফিক দান করুন, আমীন।

শুয়াবিল ইসলামী গণপাঠাগারের পক্ষে
সহায়তায়:-
01815-12 17 42 (বিকাশ, পার্সোনাল)
01816-03 12 67 (বিকাশ, পার্সোনাল)
01819-92 36 98