আগামী ২৭ আগস্ট ঢাকায় খতমে নবুওয়তের সম্মেলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০২২, ১৪:১৫

আগামী ২৭ আগষ্ট’২২ ইং শনিবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর উদ্যোগে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার প্রতিনিধি ও উলামা মাশায়েখ সম্মেলনের স্থান পরিবর্তন হয়েছে। উক্ত সম্মেলন এখন রাজধানী ঢাকার গুলিস্থানে কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আজ (২১ আগষ্ট ২০২২ ইং রোববার দুপুর তিনটায়) তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় সংগঠনের সহ-সভাপতি, শর্ষিনার পীর সাহেব মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ২৭ আগষ্টের সম্মেলন হাটহাজারী মাদরাসায় হওয়ার কথা ছিলো। কিন্তু সারাদেশের উলামায়ে কেরামের যাতায়াতের সুবিধার্থে এবং প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংগঠনের সভাপতি, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার অনুমতিক্রমে ঢাকায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আল্লামা ইয়াহয়া কনফারেন্স কলের মাধ্যমে এই অনুমতি প্রদান করেন।

মহাসচিব আরো বলেন, আলহামদুলিল্লাহ ২৭ তারিখের সম্মেলন বাস্তবায়নের জন্য সারাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের নিকট দাওয়াতি পয়গাম পৌঁছে গেছে। তিনি উক্ত সম্মেলনে আমন্ত্রিত সকল উলামা মাশায়েখকে যোগদান করে খতমে নবুওয়তের সম্মেলন সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুল কালাম, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা এনামুল হক মূসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা আশরাফ মাসরূর, মাওলানা জোবায়ের, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা নোমান আল হুসাইনী, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা আফসার মাহমুদ,মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মোর্শেদ বিন নূর, মাওলানা হাফিজ আহমাদ আমিনী, মাওলানা ফরহাদ আলম, মাওলানা ইসমাঈল প্রমূখ নেতৃবৃন্দ।