আগামীকাল থেকে শুরু হচ্ছে মাকতাবাতুল আযহারের দুই দিনব্যাপী কিতাবমেলা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৩ ২০১৮, ১৮:২২

“সবার কাছে সুসাহিত্য ছড়িয়ে দিতে” ৯ম বারের মত কিতাবমেলা আয়োজন করছে সৃজনশীল প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার ঢাকা।

ঢাকা উত্তরা বাইতুস সালাম মাদরাসা প্রাঙ্গনে আগামীকাল ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে পরদিন ৫ অক্টোবর পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন বরেণ্য আলেমেদ্বীন, বাইতুস সালাম মাদরাসা মুহতামিম মুফতি আবদুল হাই হাফিযাহুল্লাহ।

মেলায় অংশগ্রহন করবে
মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা,
মাকতাবাতুল দাওয়াহ, মাকতাবাতুল হামীদ,
মাকতাবাতুল আসআদ, মাকতাবাতুল ফুরকান, রাহনুমা প্রকাশনী, আকীক পাবলিকেশন্স, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল বয়ান, নবডাক।
সহ অভিজাত প্রকাশনীসমূহ।

মেলা উপলক্ষে সবধরণের বাংলা বইয়ে থাকছে সর্বোচ্চ ৬০% পর্যন্ত মূল্যছাড়। আরবী-উর্দূ কিতাবে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

যাতায়াতঃ এয়ারপোর্ট ও জসিমুদ্দিনের মাঝামাঝি স্থানে,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূবপার্শ্বে, র‌্যাব-১ হেডকোয়াটারের উত্তরপ্রান্তেই বাইতুস সালাম মাদরাসা ও মসজিদ।
-বিজ্ঞপ্তি