আইএসে যোগদানকারী সেই বৃটিশ বাঙালী শামীমা’র নাগরিত্ব বাতিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৯ ২০১৯, ২৩:৩৬

একুশে জার্নাল লন্ডন: সিরিয়ান আইএস এর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটেন থেকে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশী বংশদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছেন হোম অফিস। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে শামীমার পরিবার।

হোম সেক্রেটারীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে শামীমা বেগমকে এই সিদ্ধান্তের বিপক্ষে আপীল করার সুযোগ দেওয়া হয়েছে।

শামীমার পারিবারিক আইনজীবি তাসনিম আকঞ্জি তার টুইটারে লিখেছেন, হোম অফিসের সিদ্ধান্তে তার পরিবার খুবই মর্মাহত। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে আইনী পদক্ষেপ নিয়ে ভাবা হচ্ছে।

অন্যদিকে শামীমা বেগমের এই বিষয় নিয়ে বৃটেনজুড়ে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক আলোচানা। কেউ বলছেন যেহেতু শামীমা অপ্রাপ্ত বয়স্ক মাত্র ১৫ বছর বয়সে ভুল বুঝে গিয়েছিলো। এখন যদি সে তার ভুল বুঝতে পেরে বৃটেনে আসতে চায়, তাহলে থাকে সুযোগ দেয়া উচিৎ।

কেউ বলছেন ভবিষ্যতে যাতে বৃটেনের কেউ এরকম করার সাহস না পায়, এজন্য এ ইস্যুতে বৃটিশ সরকার কঠোর হওয়া জরুরি।