অবৈধরাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইয়ূথ উলামা ফোরামের বিক্ষোভ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৮ ২০২৩, ২৩:৩১

১৯৪৭ সালের ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন ভূখণ্ডকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে হবে।
জাতিসংঘ, ওআইসি,ন্যাটো সহ বিশ্বের মানআধিকার সংস্থার নিকট ইয়ূথ উলামা ফোরামের দাবী।

একুশে জার্নালে ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইহুদীবাদী অবৈধরাষ্ট্র ইসরাইল কর্তৃক ইতিহাসের বর্বরতম গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইয়ূথ উলামা ফোরাম ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন।

২৮ শে অক্টোবর (শনিবার) বাদ যোহর ওসমানীনগর উপজেলার বেগমপুর বাজারে ইয়ূথ উলামা ফোরাম ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

হাফিজ আব্দুল্লাহ কাপ্তানের সভাপতিত্বে ও মাওলানা শামীম আহমদ, মাওলানা মইনুল ইসলাম মাশকুর মাও মুহাম্মদ মুজ্জামিল হকের যৌথ উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালনীচর মাদরাসার মুহতামীম মাওলানা মোস্তফা কামাল, বিশিষ্ট রাজনিতিবিদ মাও কাজী মুতাসিম বিল্লাহ জালালী, শেরপুর জামেয়াতুল ফালাহ মাদ্রাসার মুহতামীম মুফতী ওয়াজিরুল ইসলাম, মুহিউসসুন্নাহ ক্বাসিমুল উলূম মোবারকপুর মাদরাসার মুহতামিম মাও.মইন উদ্দীন, কিয়ামপুর নুরানী মাদরাসার শিক্ষাসচিব, ফোরামের অন্যতম সদস্য হাফিজ আকমল খাঁন, হোসাইনিয়া মুতিয়ারগাও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হাফিজ জাবের খাঁন, কিয়ামপুর হিফজুল কোরআন মাদরাসার নায়বে মুহতামিম মাও. সাইফুল আলম, কোনাপাড়া মাদরাসার শিক্ষা সচিব মাও ইমরান আহমদ রুবেল, মাইজগাও জামে মসজিদের ইমাম মাও রশিদ আহমদ, কোনাপাড়া জামে মসজিদের ইমাম মাও. এহসান আহমদ, বেগমপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ডা. কাজী তোফায়েল আজম, বিশিষ্ট রাজনীতিবিদ সাজ্জাদ আহমদ, ফোরামের সদস্য মাও. কেফায়েত উল্লাহ খাঁন, কলারাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাও. মকবুল আহমদ, মাও. মামুন আহমদ, মাও. হাফিজ ইয়ামিন আহমদ, হাফিজ মনসুর আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।

বক্তারা বলেন,গাজায় মজলুম ফিলিস্তিনীদের উপর হিংস্রতার যে তুফান বইছে, এর ভয়াবহতা তুলে ধরার জন্য শব্দ অপ্রতুল। পৃথিবীর ইতিহাসে এমন ভয়াবহ নৃশংসতার নজির খুঁজে পাওয়া কঠিন। নিকৃষ্ট সকল বর্বরতাও শিউরে উঠেছে এ ভয়াল বিনাশ যজ্ঞে।
বক্তারা আরো বলেন, মুসলিম বিশ্বের উপর শতাব্দীরও বেশি সময়কাল ধরে জুলুম নির্যাতনের যে স্ট্রিম রোলার চালানো হচ্ছে, ফিলিস্তিনীদের কে যেভাবে অবিরাম ক্ষতবিক্ষত, ছিন্নভিন্ন এবং অগ্নিদগ্ধ করা হচ্ছে, আজ দীর্ঘ তিক্ত অভিজ্ঞতারপর একথা সুস্পষ্টযে, শুধু সময়ের প্রলেপেই এর উপশম কখনো সম্ভব নয়। মুসলিম বিশ্বকে প্রতিরোধ ও প্রতিকারের পথ এখনই বেছে নিতে হবে। অপ্রতিরোধ্য রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিতে নিজেদের কে আবির্ভূত করতে হবে। বহুমাত্রিক শক্তি সঞ্চয় এবং অপ্রতিরোধ্য কূটনৈতিক ফ্যাক্টর হিসেবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় ও শক্তিশালী করা ছাড়া নিদ্রাকাতর বিশ্বশক্তি গুলোর নাসিকাধ্বনি বন্ধ করা কখনো সম্ভব নয়।

তারা জাতিসংঘ, ওআইসি,ন্যাটো সহ বিশ্বের মানআধিকার সংস্থার নিকট দাবী জানান “১৯৪৭ সালের ম্যাপ অনুযায়ী ফিলিস্তিন ভূখণ্ডকে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে।”

সমাবেশের সার্বিক তত্ত্ববধানে ছিলেন গাজী মাওলানা আব্দুল বাতিন বিজু, মাওলানা সাইফুদ্দীন মাজমুন, মাওলানা বদরুল আলম, মাওলানা এহতেশামুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আরীফ রাব্বানী দামাত বারাকাতুহুম, মাওলানা রফিক আহমদ দা: বা:। মাওলানা জালাল উদ্দীন, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা হাফিজ আব্দুল হাই, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা আবু মুসা, মাওলানাআব্দুর রশীদ সুহেব, মাওলানা ওলিউর রহমান, ক্বারী জামিল আহমদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বেগমপুর বজার তেলের পাম্প প্রদক্ষিণ করে এসে দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।