অবশেষে দ্বিগাম্বর বাজারের ‘শ্মশান ভূমি’ দখলমুক্ত হলো

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২১ ২০১৮, ১৬:১০

শাহ মোঃ দুলাল আহমেদ: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজার সংলগ্ন প্রায় ১৩ শতাংশ ‘শ্মশান ভূমি’ অবশেষে দখলমুক্ত হলো। আজ আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান মুরাদ ‘দখলনামা’ তুলে দেন শ্মশান উন্নয়ন কমিটির সভাপতি করুনাময় দেব-এর হাতে। এ উপলক্ষে সকাল ১১টায় দ্বিগাম্বর বাজারে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের ভূমির অবৈধ দখল পুনরুদ্ধার, রেকর্ড সংশোধন ও দখল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, হবিগঞ্জের সভাপতি জগদীশ মোদক, সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ বিশ্বাস, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হীরেন্দ্র দত্ত, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক শংকর পাল, বাহুবল মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ মাসুক আলী, পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাবেক ইউ/পি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ঐক্য পরিষদ, বাহুবল উপজেলা শাখার সভাপতি নীহার রঞ্জন দেব, দ্বিগাম্বর ব্যবসায়ী কমিটির সভাপতি খন্দকার হারিস মিয়া ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন চন্দ্র পাল।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী এইচ.এম.আবু বক্কর এবং গীতা পাঠ করেন শিক্ষক করুনা রঞ্জন পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক প্রদীপ দাশ সাগর, জেলা ঐক্য পরিষদ নেতা বিপুল রায়, বিপ্লব রায়, বিপ্লব রায় চৌধুরী, গৌতম দেব, পায়েল আচার্য্য, প্রকৌশলী শ্যামল কান্তি দাশ, মিহির বনিক, গুনেন্দ্র কর, ঐক্য পরিষদ উপজেলা কমিটির সহ-সভাপতি নিশিকান্ত গোপ, অনুকুল দাশ, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রনত গোপ ও সদস্য নৃপেন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আজকের ঘঠনাটি হবিগঞ্জবাসীর জন্য একটি নতুন বার্তার জন্ম দেবে। অন্যায়ভাবে কোনো মন্দির, মসজিদ, কবর কিংবা শ্মশানের জায়গা কেউ দখল করে রাখতে পারবে না।’ এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত জনতার উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, ‘জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি জনগন আস্থা রাখতে পারছেন, এটি আমাদের বড় পাওয়া।’
তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সব সময় জনগনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।