উম্মাহ ~ এম, লিয়াকত আলী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৬ ২০১৯, ১৯:৪২

তুমিও আবার উম্মাহ হবার ইচ্ছে পুষো দিলে,

তোমার ভাইয়ের করুণ দৃশ্যে কি করে শান্তি মিলে।

তুমিও আওয়াজ তুলেছিলে আজ; হৃদয়ে খুব বিঁধে,

তোমার ঘরেই ফুটেছে দেখি; বিলাসিতার সব খিদে।

দিলে কি তোমার পাথর জমাট, চক্ষু শীতল কিসে!

ভাইতো তোমার খেলছে আজি, থুতনি বালিতে ঘেঁষে।

কি করে কাটাও ঘুরেফিরে কাল চিত্তানন্দে হেসে,

রক্তে লালে; লাল হয়েছে ভাইটি তোমার পাশে।

তুমিও শুনাও গজওয়ার বাণী, আহবান করো মাঠে,

নাকে তেল মেখে ঘুমাও আবার, সন্ধ্যা হতেই খাটে।

তুমিও হাঁকো বিজয় আনিবে, ঘাটে কিংবা হাটে,

ছুটাছুটি দেখি পুরোদিনজুড়ে পরিবার প্রেমে কাটে।

হয় কি দিলে রক্তক্ষরণ; হৃদে কি তোমার বিঁধে!

মৃত্যু লাশের গন্ধ শুঁকে কি করে থাকো নিদে।

আজো কি তোমার হয়নি জাগার ছুট লাগেনি দিলে!

আর কতকাল থাকলে ঘোরে; বলো প্রশান্তি মিলে?

মুখে নয় তুমি দিলে পুষে নাও; শহীদ নয়তো বিজয়,

তবেই তোমার উম্মাহ হবে, প্রশস্ত সেই হৃদয়।

জাগো হে এবার উম্মাহ তুমি তোমার হাতেই জয়,

ভাঙ্গবে জালিম কারাগার তুমি করবে তাদের ক্ষয়।