খেলাফত মজলিস কেমব্রীজ শাখার ইফতার মাহফিল সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৩ ২০২৪, ১১:৫৯

মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কুরআন শিক্ষার আসরে নিষেধাজ্ঞা কখনো মানা হবে না— মাওলানা আব্দুল কাদির সালেহ


আল কুরআন হল মানব জাতির হেদায়তের আলোক বর্তিকা। মানব জাতিকে সিরাতুল মুস্তাকীম এর পথ বাতলে দিতে আল্লাহ সুবহানাহু ওতায়ালা রমযান মাসে ই কুরআন নাযিল করেছেন, যা রহমত মাগফিরাত ও নাজাতের সওগাতে ভরপুর।

খেলাফত মজলিস কেমব্রীজ শাখার ‘রমযানের তাৎপর্য শির্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের নায়েবে আমীর জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ উপরোক্ত কথা বলেন।

২১ শে মার্চ’২৪ স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত এক ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কুরআন নাযিলের এ পবিত্র মাসে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক কুরআন শিক্ষার আসরে নিষেধাজ্ঞা দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজনে বিধি নিষেধ আরোপ, সাধারণ ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সমুহে সরকার সমর্থিত সান্ত্রাসী কর্তিক সাধারণ রোযাদার উপর হামলা করে মুসলমানদের ধর্মীয় এ পবিত্র অধিকারকে কখনো কেড়ে নিতে দেয়া হবে না।

শাখা সভাপতি মাও নোমান উদ্দীন এর সভাপতিত্বেও সেক্রেটারী হাজী হারুন মিয়া এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অথিতির বক্তব্যে সংগঠনের সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেন রমযান মাস হল তাক্বওয়া হাসিলের মাস। পরিশুদ্ধ জীবন ও সাম্যের সমাজ গঠনে এ মাসের শিক্ষা পরিপূর্ণ ভাবে কাজে লাগাতে সবাইকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হাফিজ কামরান হোসাইনের কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাউথ শাখার সহকারী সেক্রেটারী মাও আতাউর রহমান জাকির,লন্ডন সিটি ব্রাঞ্চের প্রচার সম্পাদক মাও আবুল কাশেম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি হাজী আঙ্গর মিয়া, বিএনপির ইউকের সহ সেক্রেটারী সাহীন আহমদ,বিশিষ্ট দায়ী হাবীব আহমদ জাকারিয়্যা,কমিউনিটি নেতা সৈয়দ জামান খালেদ, শাখার সহ সেক্রেটারী শাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাজী সাদ উদ্দীন, দাওয়া সম্পাদক আবুল কাশেম , নির্বাহী সদস্য সাদিক আহমদ কালাম ও জুয়েল আহমদ মুন্না প্রমুখ।

হল ভর্তি মুসল্লীদের নিয়ে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।পরে উপস্থিত মুসল্লীগণ এক বর্ণাঢ্য ইফতারে অংশ গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)