গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই , শিশুসহ চিকিৎসাধীন ৫

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ২৩:৩১

তানজিল হোসেন, গোয়াইনঘাট : সিলেটের সারি-গোয়াইন সড়কের পূর্ণানগর এলাকার কালভার্টে দুর্গা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ আরো পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার কর্ণি গ্রামের ইসমাইলের পুত্র নজরুল (৫০) ও লেঙ্গুড়া গ্রামের মৃত আরফান আলীর পুত্র জসির উদ্দিন (৬৫)।

এছাড়া আহত অন্যরা হলেন, আলিম উদ্দিন (৪০), মারজাহান আহমদ (৩০), জসিম উদ্দিন (২৮), রহমত উল্লাহ (৩০) ও রায়হান (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট থেকে আসা দ্রুতগামী বেপরোয়া গতির দুর্গা গাড়ির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের কবলে পড়ে অপরদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা। মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজির ড্রাইভারসহ সাতজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আশঙ্কাজনক হওয়ায় সাতজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কিশলয় সাহা সাংবাদিকদের জানান, আমরা আহতদের বাঁচানোর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দুটি এম্বুলেন্স ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত ড্রাইভার দিয়ে রিজার্ভে থাকা অপর এম্বুলেন্সটিও তাৎক্ষণিক ভাবে কাজে লাগিয়েছি। কারণ জীবন আগে।

দুর্ঘটনার পর গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, অবৈধ চোরাচালান বহনকারী ডিআই গাড়ির বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। সড়কের আশপাশে স্কুল, মাদ্রাসা ও মসজিদ রয়েছে। ছোট শিশুদের নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। তারা জানান, সড়কে লাইসেন্সবিহীন অদক্ষ ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তিনটি স্থানে স্পীড ব্রেকার স্থাপন করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তাৎক্ষণিক ভাবে দাবি জানিয়েছেন তারা।