দারুল আজহার সিলেট ক্যাম্পাসে ‘চেতনার কবি ফররুখ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৩ ২০১৯, ২২:৪২

দারুল আজহার মডেল মাদরাসা সিলেট ক্যাম্পাসের উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, কবি ফররুখ ছিলেন আমাদের দিকনির্দেশক। চেতনার জাগৃতি। তিনি ছিলেন “সাত সাগরের মাঝি”। কবি ফররুখের ধ্যান, জ্ঞান, আকুতি ছিলো কওমের ভাগ্য ফিরানোর ভাবনা। তিনি শুধু জাতির জন্যই কত কাকুতি মিনতি করে গেছেন। পাঞ্জেরী পাঞ্জেরী বলে বার বার তিনি স্বজাতির নেতা ও নেতৃত্বকে ভুল পথে পা পিছলানো থেকে সাবধান করেছেন। তিনি নিজের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত না থেকে চিন্তা করেছেন জাতির ভাগ্য পরিবর্তন নিয়ে। কবি ফররুখ জাতির মুক্তির গান গেয়ে গেছেন সারা জীবন।

দারুল আজহারের শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে তাই গড়ে উঠতে হবে মেধার বিকাশ ও নেতৃত্বের প্রয়োজনীয় সব গুণাবলী নিয়ে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপূরে দারুল আজহার ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা রাখেন মাদরাসার প্রিন্সিপাল ও দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মনজুরে মাওলা, বিশিষ্ট আলেম সাদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফয়েজ উদ্দিন, মাদরাসার শিক্ষক মেহদী হাসান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ আহমদ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাজিদুর রহমান, মাইদুল ইসলাম, আহবাব হোসাইনসহ অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করে হাফেজ তানভীর আহমদ।

একুশে জার্নাল/ইএম