‘ক্লিন সুরমা গ্রীণ সিলেট’ প্রজেক্টের সপ্তম সপ্তাহ সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৩ ২০১৯, ২২:০৩

সিলেট নগরীর একদল উদ্যমী তরুণের সম্মিলিত উদ্যোগে ‘ক্লিন সুরমা, গ্রিন সিলেট’ নামের একটি প্রজেক্টের সপ্তম সপ্তাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২রা আগস্ট) দিনব্যাপী সুরমা নদীর বিপরীত পার্শ্বের তীরে আলী আমজদের ঘড়ির উল্টো পাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

কাজে ব্যস্ত একজন সেচ্ছাসেবী

স্বেচ্ছাসেবীরা জানান, সুরমা নদীর দুই পাড় পরিচ্ছন্ন করে এবং সৌন্দর্যবর্ধন করে একটি দৃষ্টিনন্দন, মনোরম পার্ক হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই প্রজেক্টের লক্ষ্য। যেখানে নগরীর মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে মনোরম পরিবেশে একটু অবসর সময় কাটাতে পারবেন। ক্বীনব্রিজ আঙ্গিনায় সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় দীর্ঘমেয়াদী এই প্রজেক্টটি সফলের লক্ষ্যে প্রতি শুক্রবার নিয়মিতভাবে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন সিলেটের সকল সামাজিক সংগঠনের উদ্যমী তরুণেরা।

জানা যায়, সিলেটের প্রায় ৩০টির বেশী সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা এই প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। এছাড়া শুক্রবার নতুন করে কার্যক্রমে ‘অক্সিজেন অর্গানাইজেশন বাংলাদেশ’, ‘খাসদবীর ব্লাড ডোনার’ ও ‘ব্লাড ডোনার টিম এসবি’ নামক সংগঠনগুলো যোগ দিয়েছেন। তরুণেরা সিলেটবাসীকে আহ্বান করেছেন, তাদের সাথে একাত্ম হয়ে এই প্রজেক্টটি সফল করার জন্য।

সিটি কর্পোরেশন কর্তৃক কয়েক বছর আগে সুরমা নদীর পাড় আধুনিকায়ন করা হলে এই জায়গাটিকে একটি মনোরম পার্কের আদলে তৈরি করা হয়েছিল। কিন্তু এর পর থেকে কোনোরূপ তত্ত্বাবধায়নের অভাবে এই স্থানটিকে একপ্রকার ময়লার স্তূপ করে রেখেছে স্থানীয় ব্যবসায়ী, হকার, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জায়গাটিকে একটি নতুন আঙ্গিকে তৈরি করে তুলতে বদ্ধপরিকর বলে জানান স্বেচ্ছাসেবকবৃন্দ।

প্রজেক্টটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আগামী শুক্রবারে আবারও ক্বীনব্রিজ আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। সিলেটবাসীকে প্রতি শুক্রবারে ক্বীনব্রিজ আঙিনায় এসে চ্যালেঞ্জিং এই প্রজেক্টে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তরুণেরা।

উল্লেখ্য, চলতি বছরের ২১শে জুন মেয়রের উদ্বোধনের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের পথচলা শুরু হয়। প্রজেক্ট শুরুকালীন সময় থেকেই সিলেট সিটি কর্পোরেশন তরুণদেরকে সবধরনের সহায়তা করে আসছেন। প্রতিদিনের কার্যক্রমে ময়লার গাড়ি, বিশুদ্ধ খাবার পানির ট্যাংক, শ্রমিকসহ যাবতীয় সহায়তা প্রদান করে যাচ্ছেন।

এছাড়াও যুবসমাজের চাহিদাকে মাথায় রেখে ক্বীনব্রীজ এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন নতুন লাইট, সিসি ক্যামেরা, বড় ডাস্টবিন, পার্কের বেঞ্চ স্থাপন সহ সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় নিয়ে আসছে এই স্থানটিকে। সিটি মেয়রের নিজ তত্ত্বাবধানে শীঘ্রই এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবেন সিলেট সিটি কর্পোরেশন।