সাভারে এলজিএসপি-৩ এর অর্থায়নে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৬ ২০২০, ১১:২৯

মোঃ ইয়াসিন, সাভার(ঢাকা): ঢাকা জেলার সাভার উপজেলার অন্তর্গত তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সোমবার(৫অক্টোবর)দুপুরে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলজিএসপি-৩ এর অর্থায়নে দুঃস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাইমেশিন বিতরণ ও স্কুল,কলেজে ডিজিটাল এটেন্ডিং মেশিন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উপকরণ বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়নের গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিদার্থে বাইসাইকেল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক- ছামিয়া আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, শামীম আরা নিপাহ, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের পরিচালক মোঃ জাবেদ ইকবাল চৌধুরী ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফখরুল আলম সমর।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, ৪০টি স্কুল ব্যাগ, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ল্যাপটপ একটি প্রজেক্টর ও একটি ডিজিটাল ক্লাসরুম স্থাপনের সরঞ্জামাদি দেয়া হয়। এছাড়া অসহায় মহিলাদের জন্য দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়।