‘ভিক্ষার দরকার নেই, মসজিদের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা মুসলমানদের আছে’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০১৯, ০০:২৭

বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র যে ৫ একর জমি দেয়ার আদেশ দিয়েছে আদালত, তা গ্রহণ না করতে ভারতের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি।

শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি। মসজিদের জন্য আমাদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার দরকার নেই। ভারতের মুসলমানরা মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা রাখে। এ সময় তিনি ভারতের মুসলিমদের এ ভিক্ষা গ্রহণ না করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।