শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৫ ২০১৯, ১৫:৩৭

এহসান বিন মুজাহির: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে মঙ্গলবার আজিজুল হক ও পংকজ কুমার নাগ দুজন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত যথাক্রমে বেঙ্গল ফুডকে ৬,০০০ টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত ওয়ান সুরুচি বেকারীকে ৮,০০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসেবে আজিজুল হককে ১,৫০০ টাকা এবং পংকজ কুমার নাগকে ২,০০০ টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।

উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, বেকারীর প্যাকেটজাত পণ্যের প্যাকেটের গাঁয়ে লিখিত উৎপাদনের তারিখের আগেই বাজারজাত করা।

একুশে জার্নাল/ইএম/১৫-২৪