শিশু তুহিন হত্যায় বাবা-চাচাসহ আটক ৭

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৪ ২০১৯, ২০:৩২

সুনামগঞ্জে নৃশংস কায়দায় পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে হত্যার ঘটনায় তার বাবা ও চাচাসহ সাত স্বজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত তুহিন উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামের আটককৃত বছির মিয়ার ছেলে।

আটককৃত অন্য স্বজনরা হলেন তুহিনের চাচা আব্দুল মছব্বির, জমশেদ মিয়া, নাসির মিয়া, জাকিরুল এবং চাচি ও চাচাতো বোন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঢাকা টাইমসকে বলেন, আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে না হলে তাদের ছেড়ে দেয়া হবে।

এর আগে সকালে দিরাইয়ে পেটের মধ্যে দুটি ছুরি ঢুকানো অবস্থায় গাছে ঝুলে ছিল তুহিনের লাশ। তার ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিল লাশের সঙ্গে। কেটে নেওয়া হয়েছে শিশুটির কান ও লিঙ্গ। সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে নিহত তুহিনের বাবা আব্দুল বাছিরের আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলছে। আধিপত্য বিস্তার নিয়ে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

তুহিনের পেটে যে ছুরিটি বিদ্ধ ছিল সেখানে দুই ব্যক্তির নাম লেখা রয়েছে। তারা ওই গ্রামের বাসিন্দা ছালাতুল ও সোলেমান। তারা আনোয়ার মেম্বারের লোক।