জঙ্গীর মাথায় ‘আইএস টুপি’ কারাগার থেকে যায়নি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ৩০ ২০১৯, ২১:০৭

বহুল আলোচিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রায় হয়েছে গত বুধবার। কঠোর নিরাপত্তার মধ্যেও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় দেখা গেছে ‘আইএস টুপি’।

এই টুপি নিয়ে তুমুল সমালোচনা চলতে থাকলে কারা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। আজ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেদিন আইএসের টুপি কারাগার থেকে যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। কমিটি জানিয়েয়ে, ‘আইএস টুপি’ কাণ্ডে কারা কর্মকর্তাদের গাফিলতি নেই।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন ডেপুটি আইজি প্রিজন ও তদন্ত কমিটির অন্যতম সদস্য টিপু সুলতান।

তিনি বলেন, ‘তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে কারাগার থেকে রাকিবুল হাসান রিগ্যান টুপি সংগ্রহ করেননি। কারাগার থেকে সে টুপি নিয়ে যায়নি। কারাগার থেকে তাকে যখন আদালতে নেওয়া হচ্ছিলো তখন তার কাছে কোনো টুপি ছিলো না।’

তিনি আরও বলেন, ‘কারাগার থেকে কোনো আসামি টুপি সংগ্রহ করেননি। এ টুপির বিষয়ে কোনো কারা কর্মকর্তার গাফিলতি নেই।’

জঙ্গি রিগ্যান কোথা থেকে আইএস টুপি পেল, তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা বলেন, ‘এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কি না তা খতিয়ে দেখতে এডিশনাল আইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার ‘আইএস টুপি’ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি কি এটার জবাব দিতে পারবো? তবে এটা কীভাবে এলো সেটা অবশ্যই তদন্ত করা হবে।’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীও সাংবাদিকদের এই প্রশ্নে কোনো মন্তব্য করেননি। তখন তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।