ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারি, ইভিএমে ভোট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২২ ২০১৯, ১৭:৫৭

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি। আজ রবিবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই দুই সিটির নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মানোয়নপত্র বাছাই  ২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত।

সিইসি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের সব কেন্দ্রের ভোট নেওয়া হবে ইভিএম মেশিনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী এবং সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হবে রাজধানীর দুই সিটি করপোরেশনে। এর আগে ২০১৪ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে আনিসুল হক এবং দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) সাঈদ খোকন আওয়ামী লীগের মনোনয়নে ভোট করলেও তাদের প্রতীক নৌকা ছিল না। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনয়নে উত্তরে প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জ আব্বাস।

উত্তরের মেয়র আনিসুল হক মারা গেলে ২০১৮ সালের শেষ দিকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র হন আতিকুল ইসলাম।