বাহুবলে ডি.এন.আই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ভর্তি যুদ্ধে কিশলয়ের সাফল্য

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০১৯, ২২:১৯

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারী মডেল হাই স্কুলের (২০১৯) সালের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় মোট ৪১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এতে ২৪০ জন মেধাবী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলে এবারের ভর্তি পরীক্ষায় বাহুবল উপজেলা প্রশাসন তত্বাবধানে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় জুনিয়র হাই স্কুল থেকে মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তারা শতভাগ সাফল্য অর্জন করে মেধা তালিকায় ১ম, ২য়, ৩য়, ৫ম, ৮ম, ১১তম, ১৪ তম, ১৫ তম, ১৬ তম, ১৭ তম, ১৯ তম, ২০ তম, ২৫ তমসহ মোট ২৯ জন মেধা তালিকায় সাফল্যের সাথে স্থান করে নিয়েছে।

কিশলয় জুনিয়র হাই স্কুলের এ সফলতায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিভাবকবৃন্দ।

কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ মোঃ জামাল আহমেদ শিক্ষার্থীদের এ সফলতায় উপজেলা প্রশাসন,অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।