রাংজিয়ল জামেয়া নজীবিয়া ইসলামিয়া মাদ্রাসার ইসলাহী মাহফিলে অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৯ ২০২০, ২২:৫৯

এম. এম আতিকুর রহমান:

সিলেটের গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী রাংজিয়ল জামেয়া নজীবিয়া ইসলামিয়া মাদ্রাসার ইসলাহী মাহফিলের কার্যক্রম জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়ক মাওলানা সালেহ নজীব আল-আইয়ূবী’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।
বিশিষ্ট মুরব্বি ডাঃ আপ্তাব উদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহঃ এর অন্যতম খলিফা আল্লামা সাখাওয়াত হুসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্জুমানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, লেখক কলামিস্ট ও সংগঠক মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) লেখক সাংবাদিক ও সংগঠক এম. এম আতিকুর রহমান, মুফতী মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবিরী, বড়লেখা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফয়সল আলম স্বপন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ এলাকাবাসী ইসলাহী মাহফিলের অংশ গ্রহণ করে চলমান ধর্ষন খুন রাহাজানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হন। সাথে সাথে নেফাকি চরিত্র পরিহার করে মুমিনদের গুণাবলী অর্জন করার মধ্য দিয়ে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি অর্জনের পথে এগিয়ে যেতে শায়খুল ইসলাম এর খলিফা মাওলানা সাখাওয়াত হোসাইন পীর সাহেব খুলনার ইসলাহী কার্যক্রমে সাথে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা রাংজিয়ল জামেয়ায় উত্তরোত্তর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকাবাসীসহ দেশ বিদেশের সকলের আরও ব্যাপকভাবে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।