সংবাদ প্রকাশের পর অন্ধ জননীর পাশে প্রবাসী কাশেম

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৪ ২০২০, ১৮:২৩

এবি হান্নান, ভোলা জেলা প্রতিনিধি: 

ভোলায় দুই অন্ধ জননী সবুরার সরকারী ঘরের আকুতিই এখন শেষ স্বপ্ন এই শিরোনামে দৈনিক ভোলার বাণী, তরঙ্গ নিউজ ও বার্তা বাজারে সংবাদ প্রকাশিত হলে সৌদিআরব প্রবাসী উত্তর দিঘলদীর কৃতি সন্তান আবুল কাশেম মানবিক নিউজটি দেখে, ভোলার বাণী স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন এর সাথে কথা বলে নগদ ১০ হাজার টাকা পাঠিয়েছেন এবং তিনি আগামী ২মাসের মধ্যে একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ভোলার বাণীর স্টাফ রিপোর্টার এবং তরঙ্গ নিউজ এর ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেন, সফিক খাঁন, গ্লোবাল টেলিভিশন এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম অনিক, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন এর সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সেচ্ছাসেবী আজাদ হোসেন, আরিফসহ একটি প্রতিনিধি দল প্রবাসী আবুল কাশেম এর দেওয়া টাকা নিয়ে ওই অন্ধ ভিক্ষুকের বাসায় গেলে,টাকা দেখে খুশিতে কেঁদেছেন ওই অন্ধ জননী।
ভিডিও কলের মাধ্যমে দানশীল আবুল কাশেম এর সাথে কথা বলে আবেগেআপ্লুত হয়েছেন অন্ধ ইব্রাহীম ও তার মা সবুরা বেগম।

এদিকে এই প্রতিবেদক কে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অন্ধের পরিবার কে একটি সরকারী ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন