ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণ দাবি তরীকত ফেডারেশনের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১১ ২০১৯, ১৮:২৪

আলেম ওলামাদের শানে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যে প্রদান এবং পবিত্র হজের অবমাননা করার অভিযোগ এনে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর অপসারণ দাবি করেছে মহাজোটের শরিক তরীকত ফেডারেশন। একইসঙ্গে দলীয় পদ পদবি থেকে বহিস্কার ও তার শাস্তি দাবি করেছে দলটি।

সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে এসব দাবি জানান তরীকতের মুখপাত্র ও দলের প্রতিষ্ঠাতা মহাসচিব আলহাজ্ব মাওলানা জাকির হোসাইন।

এসময় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাজোটনেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে সরকারকে একসপ্তাহ সময় বেঁধে দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।

তরীকতের মুখাপাত্র বলেন, ‘ধর্মপ্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ দেশ বরেণ্য আলেমদের পাইকারিভাবে কুকুরের সঙ্গে তুলনা করে আলেমদের কটুক্তি করেছেন। ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রতি বিষোদগার করেছেন। আলিয়া ও কওমিদের মধ্যে বিভেদ এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করেছেন। শুধু তাই নয়, আলেমদের কুকুর বলে কটুক্তি করে পবিত্র হজকে কুকুরের খাদ্য হিসেবে তুলনা করে ইসলামী মূল্যবোধ ও আমাদের ঈমানি চেতনার উপর চরমভাবে আঘাত করেছেন। যা দেশের ধর্মপ্রাণ মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারে না। এসব অপকর্মের কারণে তিনি ধর্মমন্ত্রণালয়ের মত দায়িত্বে থাকার নৈতিকতা হারিয়েছেন। তাই আমরা প্রতিমন্ত্রী পদ থেকে তাকে অপসারণ এবং একইসঙ্গে দলের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিস্কার করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’

জাকির হোসাইন বলেন, ‘তিনি (প্রতিমন্ত্রী) ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এর আগেও তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পবিত্র মিলাদুন্নবী (সা.) তথা মিলাদ কেয়ামের বিরুদ্ধে কথা বলেছেন, পরে ক্ষমা চেয়ে পার পেয়েছেন। রমজান মাসে চাঁদ দেখা নিয়ে মুসলমানদের বিভ্রান্ত করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। সর্বশেষ তিনি কুকুরের সঙ্গে আলেমদের তুলনা করে পবিত্র হজের যেভাবে অবমাননা করেছেন তা ক্ষমা অযোগ্য অপরাধ।’

‘দেশের ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তি বিশেষ, কিংবা মতের স্বার্থ রক্ষা করতে পারে না। অথচ তিনি সেটাই করে যাচ্ছেন। যা তার ভিডিও বক্তব্য দেখলে প্রমাণ হবে। তিনি মন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ একটি গোষ্ঠীকে বেশিমাত্রায় সুযোগ দিয়ে আসছেন। পক্ষপাতদুষ্ট হয়ে তিনি এবার সরকারি হজে পছন্দের অর্ধশতাধিক আলেমকে সরকারি হজে নিয়ে গেছেন। কুকুরের সঙ্গে আলেমদের তুলনা করে আবার দুঃখ প্রকাশের মাধ্যমে তা জামাত শিবিরের উপর দায় চাপিয়ে নিজেকে রক্ষার অপকৌশল করছেন। তাহলে প্রশ্ন আসে, সরকারি টাকায় কী কাক্- কার নির্দেশে তিনি স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে হজে নিয়ে গেলেন? যাদের নিয়ে গেছেন, তারা কারা?’

তিনি আরো বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী জামাত শিবির অনুপ্রবেশকারিদের দল থেকে বিতাড়িত করছেন তাদের কী কারণে সরকারি টাকায় হজে নিয়ে গেলেন? এজন্য তো ধর্মপ্রতিমন্ত্রীকে অপসারণের সঙ্গে শাস্তিও হওয়া ‍উচিত বলে আমরা মনে করি।’

এক প্রশ্নের জবাবে তরীকতের মুখপাত্র বলেন, ‘আলেম ওলামার প্রতি কটুক্তি এবং হজের অবমাননার বিষয়ে আমরা মহাজোটের শরিক হিসেবে অভিযোগ আকারে ১৪ দলে চিঠি দেব। সেখানে আলোচনা হবে। আলোচনার পাশাপাশি প্রতিমন্ত্রীর অপসারণ পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচি দেব।’

সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মনোয়ার হোসাইন রেজভী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাঈয়্যেদ মোতাসিম বিল্লাহ রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী, সমাজ কল্যাণ সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক জাহিদ বাহার বিপুল, স্বেচ্ছাসেবক সম্পাদক ফরিদুজ্জামান সেলিম, যুগ্ম-স্বেচ্ছাসেবক সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।