শ্রীমঙ্গল আওয়ামী লীগের কমিটি গঠন: অর্ধেন্দু কুমার সভাপতি, ইকবাল সম্পাদক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১৪ ২০১৯, ১৮:১১

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ১৩ বছর পর শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ হোসেন ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউসুফ আলী, এমএ মান্নন, জিল্লুল আনাম চৌধুরী, ইমরান আহম্মেদ চৌধুরী, স্বপন রায়, ডা. হরিপদ রায়, সমশের খাঁ, বিজয় বুনার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র ধর, আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার লাভলু, বেলায়েত হোসেন, ছালিক আহম্মেদ, দপ্তর সম্পাদক ফয়েজ আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ উফরু মিয়া, সদস্য উপাধ্যক্ষ ড. এমএ শহীদ এমপি, আছকির মিয়া, রণধীর কুমার দেব, আবু শহীদ আব্দুল্লা।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনুপ্রবেশকারীরা সুবিধা নিতে আওয়ামী লীগে ঢুকেছে। এরা আসে শুধু সুবিধা নেওয়ার জন্য। মধু খাওয়ার জন্য। এবারের কাউন্সিলের মাধ্যমে এই সমস্ত আগাছা-পরগাছাদের ঝটিয়ে বিদায় করতে হবে। এদেরকে আওয়ামী লীগে ঠাঁই দেওয়া যাবে না। আওয়ামী লীগে থাকবে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগেরকেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৫ সালে অনুমোদিত উপজেলা কমিটি গঠন করা হয়। তারপর থেকে দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে সম্মেলন হয়নি এই কমিটির। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর আজ ত্রী বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন হলো।