২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দাওরায়ে হাদিসের পরীক্ষা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৪ ২০২০, ১৭:৪১

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা ২০ সেপ্টেম্বর রবিবার থেকে পরীক্ষা শুরু, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ।

১০ বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেক বিষয়ের ৪টি প্রশ্ন হবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।) পরীক্ষার সময় ৩ ঘণ্টা।

আজ (২৪ আগষ্ট) সোমবার সকালে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা উপকমিটির আজকের সভায় গৃহীত (স্থায়ী কমিটি বরাবর) প্রস্তাবনা পেশ করা হয়। হাইয়ার অফিস সম্পাদক, মাওলানা মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।