২০ লাখ টাকার ত্রাণ বিতরণের পর ১ শত পরিবারকে পুনর্বাসন সহায়তা করছে ছাত্র মজলিস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৭ ২০২২, ০৫:৩১

তানজিল হোসেন, গোয়াইনঘাট: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ব্যবস্থাপনায় সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ (এক শত) পরিবারকে ঘর পুনর্বাসন সহায়তা শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুর্যোগ ব্যবস্থাপনা টিম-১। তারা ইতোমধ্যে ৩০ টি পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন।

সংগঠনের ৫টি দুর্যোগ সহায়তা টিম এক যুগে কাজ শুরু করেছে। সিলেট জেলায় টিম-১ এর তত্বাবধায়ক সংগঠনের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন।

তিনি প্রতিবেদককে বলেন, আমরা বন্যার শুরু থেকেই পানিবন্দী মানুষদের জন্য জরুরি ভিত্তিতে শুকনা খাবার, রান্না করা খাবার, উদ্ধার কাজসহ ২০ লাখ টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছি। বন্যার পানি কমায় এবার আমরা ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেটের জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বেশ কয়েকটি অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান করে ঢেউ টিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে এই পুনর্বাসন সহায়তা প্রদান করবো। তিনি বলেন, এই প্রকল্পে আমাদের ১৮ লক্ষ টাকা ব্যয় হবে।