১০ দিনের ওমান সফরে মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং সালাহ্উদ্দিন জাহাঙ্গীর

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১২ ২০১৮, ১৮:১৩

ইবনে সালেহ, ওমান থেকেঃ– আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, ঢাকা মারকাযুত ত্বাকওয়া ইসলামিক রিচার্স সেন্টার এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং লন্ডন এনটিভির জনপ্রিয় উপস্থাপক, রঘুনাথপুর মহিউস্সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা ফেনীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা সালাহ্উদ্দিন জাহাঙ্গীর সাহেব দশ দিনের সফরে এখন ওমানে অবস্থান করছেন।
জানাযায়, দুবাই, ওমান এবং কাতার দ্বীনি সফরের অংশ হিসেবে আজ রাত নাগাদ তাঁরা ওমান এসে পৌঁছাবেন।
ওমানে তাঁদের রিসিভকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা মীর অাহমত মীরু এবং সেক্রেটারী জেনারেল মাওলানা মিজানুর রহমানের সাথে আলাপ করে জানাযায়, আজকে রাতে তারা ওমানের সোহারে যাত্রা বিরতি করে কালকে নাগাদ ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছাবেন।
নেতৃদ্বয় আরো জানান, দশদিনে মাস্কাট, সোহার, আল বিদায়া, মাছিরা, জালান, বারকা এবং সালালাহ সহ ডজনখানেক মাহফিলে তারা অংশ গ্রহণ করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২২ তারিখ ওমান থেকে কাতারের উদ্দেশ্যে আকাশ পথে রওয়ানা দিবেন।