“হৃদয়ে বাঘাইছড়ি”র রাঙ্গামাটি ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০১৯, ০৫:৫৭

ইমাম হোসাইন কুতুবী রাঙ্গামাটি: ২২শে মার্চ শুক্রবার রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি’র রাঙ্গামাটি ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য শাহরিয়ার রাকিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান(সোহাগ)।

এসময় আলোচনা সভা শুরুর পূর্বে বাঘাইছড়ির ১৮ই মার্চ বাঘাইছড়ি ট্রাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এতে উপস্থিত সকল সদস্যদের পরিচয় প্রদানের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এবং সকল সদস্যদের মতামত গ্রহন করেন।

আলোচনা শুরুর পূর্বে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

আগামী ২৬ এ মার্চ রাঙ্গামাটি ইউনিটের স্বাধীনতা দিবস উৎযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

হৃদয়ে বাঘাইছড়ির রাঙ্গামাটি ইউনিটকে নান্দনিক বাঘাইছড়ি গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্ত করেন।