হালুয়াঘাটে অবাধ ও সুষ্ঠু নির্বাচন : চেয়ারম্যান সায়েম ভাইস চেয়ারম্যান শাখাওয়াত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩১ ২০১৯, ১৪:৫১

ইলিয়াস সারোয়ার:
হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মাহমুদুল হক সায়েম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ৷ নিকটতম প্রতিন্দ্বদ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল ৩২,৪৯৪ এবং শাখাওয়াত হোসেন ফকির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ৷ নিকটতম প্রতিন্দ্বদ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল ৪১৫ ভোট ৷

মাহমুদুল হক সায়েম চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৪৩,৯০৬ ভোট ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে কবিরুল ইসলাম বেগ পেয়েছে ১১,৪১২ ভোট ৷ অন্য দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজামুল ইসলাম খান পেয়েছে ৩৯৩ ভোট ও মীর দেলোয়ার হোসেন পেয়েছে ১৫৮ ভোট ৷

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে শাখাওয়াত হোসেন ফকির নির্বাচিত হয়েছে ৷ তার প্রাপ্ত ভোট ১৬০১৯ ৷ নিকটতম প্রতিন্দ্বদ্বী তালা প্রতীকের প্রার্থী শেখ রাসেল পেয়েছে ১৫,৬০৪ ভোট ৷ এছাড়া মোঃ আনোয়ারুল হক মিয়া ৯,৯৯৫, এস.এম ফেরদৌস আলম খান ৭,২১৭, গোলাম মোস্তফা সারোযার ৫,৪১৪, মোঃ সাইফুল ইসলাম ৩,২০৮ এবং মফিজুর রহমান ১৪০০ ভোট পেয়েছেন ৷

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মোট ভোটার ২,৩৩,১৫৯ জন ৷ চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে ৫৫,৮৬৯ টি আর ভাইস চেয়ারম্যান পদে কাস্ট হয়েছে ৫৮,৮৫৭ ভোট ৷ মোট কেন্দ্র ছিল ৯৩ টি ৷

প্রসঙ্গত, ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন কেন্দ্রেই অপ্রীতিকর কোন ঘটনা দেখা যায়নি। কোন কোন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম ৷ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, বিজিবির টহল ছিল সার্বক্ষণিক। কোন রকম ভোট কারচুপির ঘটনাও পাওয়া যায়নি। গ্রামপুলিশ প্রতিটি কেন্দ্র পাহাড়ায় ছিলেন।