হালুয়াঘাটে মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ০৮:৩২

ইলিয়াস সারোয়ার: হালুয়াঘাটে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন মহিলা ডাক্তার।

জানা যায়, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমিনা আফরিন করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। তার বাড়ি ত্রিশাল উপজেলায় হলেও তিনি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ছিলেন। তার বয়স ২৫ বছর।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ ইবনে ওয়াসেক বিষয়টি “একুশে জার্নাল”কে নিশ্চিত করেছেন।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান দায়িত্বশীল (টিএস‌ও) ডা. মুনীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত কোন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে ডা. তাসমিনা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ইতোপূর্বে নড়াইল ইউনিয়নের এক গার্মেন্টস কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এ নিয়ে হালুয়াঘাটে দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলো।