হারিয়ে গেলো বিপিএলের ড্রোন, খুঁজে দিতে পুরষ্কার ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০১৯, ২২:১৪

প্রতীকি ছবি

চলছে বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল। ঢাকায় প্রথম পর্ব শেষে এখন চলছে চট্টগ্রাম পর্ব। বিপিএল দর্শকদের কাছে উপভোগ্য করতে প্রোডাকশন হাউজের ছিল বেশ কিছু প্রচেষ্টা। মাঠ তো বটেই, এর চারপাশের দৃশ্য দর্শকদের দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা। তবে আজ ঘটেছে বিপত্তি। হারিয়ে গেছে দামি এই ড্রোন ক্যামেরা।

খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার খেলা হবার সময়ে ড্রোন নিচে পড়ে যায়।

প্রোডাকশন হাউজ ইমপ্যাক্ট থেকে জানানো হয়, ড্রোনের ব্যাটারি ডাউন ছিল। ড্রোন নিয়ন্ত্রণকারী এটা জানাতে ভুলে গিয়েছিল। গোটা মাঠের ভিউ নিতে যেয়ে ড্রোনকে উপরে ওঠানোর পর ড্রোন নিচে পড়ে যায়।

উক্ত ড্রোনের মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। অনেক খোঁজাখুঁজি করেও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি। পরে যদিও ইস্টার্ন গ্যালারির পেছনে টেনিস কোর্টের কাছাকাছি জায়গাতে অংশ বিশেষ পাওয়া যায় ড্রোনের। ড্রোনের মূল অংশ পাওয়া যায়নি।

মূল অংশ খুঁজে পেয়ে প্রোডাকশন হাউজকে দিতে পারলে মিলবে আর্থিক পুরষ্কার। প্রোডাকশন হাউজ এর জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু বিপিএলের সম্প্রচার কাজে নিয়োজিত আছে মোট দুইটি ড্রোন।