হাটহাজারী মাদরাসায় হত্যা মামলার তদন্তে পিবিআই

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১২ ২০২১, ১৫:৩৪

ইলিয়াস সারোয়ার:

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় তদন্ত করতে গিয়েছেন পিবিআই সদস্যরা। আল্লামা শাহ আহমদ শফী রহ. এর শ্যালকের করা হত্যা মামলার তদন্ত করার জন্যেই তারা সেখানে গিয়েছেন বলে জানা যায়।

পিবিআই সদস্যদের সাথে ছিলেন পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা। পিবিআই সদস্যরা তাদের মতো তদন্ত করেছেন। নানান জনের মতামত নিয়েছেন। মাদরাসার কিছু জায়গা পরিদর্শন করেছেন।

আল্লামা জুনাঈদ বাবুনগরীর সাথে কথা বলেছেন তারা। হাটহাজারী মাদরাসার ছাত্র অভ্যুত্থানসহ আল্লামা শাহ আহমদ শফী রহ. ‘র মৃত্যু ইত্যাদি বিষয় নিয়ে জামিয়ার শিক্ষকমণ্ডলীসহ নানা জনের মতামত নিয়েছেন।

তবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে চাননি আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে আগে যা বলেছিলাম এখন‌ও আমার বক্তব্য তাই। তবে তদন্তের কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, তদন্তের অংশ হিসেবে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের বিষয়ে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না।