হজ্জে কা’বা ~ কাজী তানভীর  

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৫ ২০১৯, ১৯:৪১

হজ্জে-কা’বার দিন এসেছে

খোদার প্রেমিক দিচ্ছে উড়াল,

দেশান্তরে ছুটছে তাঁরা

কারণ তাঁদের হৃদয় উতাল।

প্রেমিক যতই থাকুক দূরে

প্রেমিক সেথায় পৌঁছবে গিয়ে,

তাই তো মুমিন যাত্রা করে

টাকা-কড়ির পুটলি নিয়ে।

ইহরামেরই কাপড় গায়ে

করবে তওয়াফ কা’বা ঘরে

পাথর চুমে মুছবে গুনাহ্

চাইবে ক্ষমা বরের তরে।

মুযদালিফা-আরফা মাঠে

ঘুরবে তাঁরা জিকির করে,

নামাজ-কালাম তাসবি-তালিল

পড়বে তাঁরা মনটা ভরে।

ছুটবে আবার নূর মদিনায়

রওজা পাকের জিয়ারতে,

পড়বে দরূদ বলবে সালাম

সেই নবীজীর কথন মতে।

ওগো হাজী আমার সালাম

পৌঁছে দিও দূর মাদীনায়।

আজকে না হয় কালকে যাব

সেই আরবের সুশ্রী পাড়ায়।

টাকা-কড়ি নেই তো তেমন

কেমনে যাবো সেই আরবে!

ওগো প্রভু যাওনা নিয়ে

তোমার মহান হৃদয় ভবে।