সৌদি আরবে ৩৫ দিন যাবত প্রবাসী নিখোঁজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০১ ২০২০, ১৭:০৭

রাহিমুল ইসলাম রাসেল: সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামের এক বাংলাদেশি কর্মী ১ মাস৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। নিখোঁজের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামের এক বাংলাদেশি কর্মী নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া যায়নি মর্মে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে লিখিত আবেদন করেছেন তার ভাই মোহাম্মদ আলমগীর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৫ জানুয়ারি বিকেল ৫টার দিকে নিখোঁজ হন ইমরান। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত পাসপোর্টের কপি অনুসারে তার পাসপোর্ট নম্বর- বিজে ০৫৪১৭৩৩। তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম, মায়ের নাম করিমন বেগম। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দরিরচরের কুরালিয়া কান্দি এলাকায়।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোহাম্মদ ইমরানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের অনুবাদক কাম আইন সহকারী মোহাম্মদ মুহসিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর : ০৫৫৭৪৯৭৮