সৌদি আরবে সোমবার থেকে শুরু হচ্ছে রামাযান মাস

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৪ ২০১৯, ২৩:৩৪

ইমরান আহমাদ, মক্কা থেকে:
সৌদি আরবের আকাশে আজ ৪ঠা মে শনিবার রামাযান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে চলতি ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এবং আগামী পরশু [৬ই মে, সোমবার] থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র রামাযান মাসের দিন গণনা শুরু হবে। বরাবরের মতো মিডলইস্টের সাথে ইউরোপ-আমেরিকায়ও সোমবার থেকেই রামাযান মাস শুরু হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদ—মসজিদুল হারাম থেকে এ সংক্রান্ত ঘোষণা প্রচারিত হয়। অনলাইন নিউজ পোর্টাল আরব নিউজের খবরেও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তাছাড়া চাঁদ দেখার খবর ঘোষিত হলে রীতি অনুুযায়ী মক্কার রয়েল ক্লক টাওয়ারের শীর্ষ চূড়া থেকে পুরো শহরজুড়ে চোখ ধাঁধানো আলোর ঝলকানি ও ফ্লাস ছড়িয়ে পবিত্র মাহে রামাযানকে স্বাগত জানানো হয়ে থাকে। চাঁদ দেখা যায়নি বিধায়, ক্লক টাওয়ারেও আলোর নাচন লক্ষ্য করা যায়নি। ইতোমধ্যে হারাম শরিফে অন্যান্য দিনের মতোই শুধু এশার নামাজের প্রস্তুতি চলছে। আগামীকাল থেকে শুরু হবে ২০ রাকাত তারাবিহের প্রথম জামাত।