সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৪ ২০১৮, ২২:৪১

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরবে ঈদ ঘোষণা করা হয়েছে। খবর আল-আরাবিয়া ও গালফ নিউজের।

এদিকে সংযুক্ত আরব আমিরাতেও চাঁদ দেখা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। শুক্রবার ইন্দোনেশিয়ায়ও ঈদ উদযাপন হচ্ছে বলে জানিয়েছে তারা।

এছাড়া ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হলেও কেরালায় শুক্রবারই ঈদ হচ্ছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চার উপজেলার কয়েকশ গ্রামের মুসলিমরা শুক্রবার ঈদ উদযাপন করবেন। এসব গ্রামের মুসলিমরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শব-ই-বরাত, শব-ই-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।