সৌদির যৌথ মালিকানায় ছাতকে স্থাপিত হচ্ছে ক্লিংকার ও সিমেন্ট মিল 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৪ ২০২০, ১২:৩৮

জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধি:

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে যৌথ বিনিয়োগে সৌদি আরব ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এলএলসি (ইডিআইআই) দেশে একটি ক্লিংকার ও সিমেন্ট কারখানা স্থাপন করবে। সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে।এতে আনুমানিক তিন হাজার কোটি টাকা বিনিয়োগ ধরা হয়েছে। ২০২৩ সালের জুনের মধ্যে কারখানাটি উৎপাদনে গেলে প্রতিদিন তিন হাজার টন সিমেন্ট এবং ১২ হাজার টন ক্লিংকার উৎপাদিত হবে বলে ইডিআইআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৮ সালের অক্টোবরে সৌদি আরব সফরের সময় এ বিষয়ে এমওইউ হয়েছিল। এরপর সিঙ্গাপুরভিত্তিক ডিজি ইনফ্রাটেকের সম্ভ্যাবতা যাচাই শেষে কারখানা স্থাপনে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সইয়ের সিদ্ধান্ত হয়।