সুবিধাবঞ্চিতদের সহায়তা দিচ্ছে সাকিব আল হাসান ফাউন্ডেশনের ‘মিশন সেইভ বাংলাদেশ’

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০২০, ২০:১১

কোভিড ১৯ মহমারিতে পুরো বিশ্ব যখন ধুঁকছে, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এই ভাইরাস মোকাবেলায় ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন তিনি। নিজের ফাউন্ডেশন থেকে ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা দিয়েছেন তিনি।

নিজের ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা দিচ্ছেন টাইগার পোস্টার বয়। ‘মিশন সেইভ বাংলাদেশ’ প্রকল্পের উদ্দেশ্য হলো কোভিডের কারণে নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবিকার যোগান দেয়া। এ পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে প্রকল্পটি।

এর আগে কোভিড মোকাবেলায় সাকিবের মতো বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও এগিয়ে গেছেন। বাংলাদেশের ২৭জন ক্রিকেটার মিলে ফান্ড গঠন করে এক মাসের বেতনের অর্ধেকটা এই ফান্ডে দিয়েছেন।

জানা যায়, বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ছাড়াও চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা, যারা সবশেষ সিরিজে অংশগ্রহণ করেছেন, তারাও সমান অবদান রেখেছেন। সবমিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড় তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ সর্বোচ্চ ৩১ লাখ টাকা। এছাড়া ব্যক্তিগতভাবেও দুস্থদের সাহায্য করে যাচ্ছেন ক্রিকেটাররা।