সুন্দরবনের র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন বনদস্যু নিহত;অস্ত্র ও গুলি উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ০৭:৫১

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলাগাছিয়া রেঞ্জে সুন্দরবনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু সাহেব আলী বাহিনীর প্রধান সাহেব আলী (৩৫) ও তার সহযোগী হাবিবুর রহমান(২৯) নামে দুজন নিহত হয়েছে। এই সময় ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি পাইপ গান ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
উক্ত গোলাগুলিতে জাবের কনস্টেবল আরিফ ও শাকিল নামে দুজন আহত হয়েছে।

র‍্যাব ৬ এর কমান্ডার লেফটেনেন্ট জাহিদ জানান, সাতক্ষীরার কলাগাছিয়া খালে সাহেবালি বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালালে র‍্যাব ও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী উভয় পক্ষের চলমান বন্দুকযুদ্ধের ফলে সাহেবালি বাহিনীর সদস্যরা পিছু হটে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে সাহেবের বাহিনীর প্রধান সাহেব আলী ও তার সহযোগী হাবিবুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ সময় র‍্যাবের দুই জন সদস্য আহত হয়েছে।