সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় বারআউলিয়া হাইওয়ে পুলিশের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৭:৪৩

মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি:

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিটেক্সের ফ্যাক্টরীর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

রবিবার (২০ সেপ্টেম্বর ২০) উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিয়নের ইউনিটেক্সের ফ্যাক্টরীর সামনে সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাহবুবুর রহমান(৪৬)
নামের বারআউলিয়া হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর নিহত হয়।আহত হয় নোমান নামে এক কনস্টেবল।

নিহত এসআই মাহবুব বাড়ি কুমিল্লা জেলার,দক্ষিণ সদর উপজেলার ডুবুরিয়া এলাকার বাসিন্দা মৃত তফাজ্জল রহমানের পুত্র।

জানা যায়,উপজেলার বাড়বকুণ্ড বাজারে সকালে দিকে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল।এমন খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর মাহবুবুর রহমান কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স ফ্যাক্টরির সামনে গিয়ে কাভার্ডভ্যানটিকে দাড় করান।

এসময় চট্টগ্রামমুখী অপর একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে পিছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উক্ত বিষয়টি নিশ্চিত করেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন।