সিলেট নগরীতে লাখো শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৬ ২০২০, ২০:৩০

আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে হাম-রুবেলা ক্যাম্পেইন। এসময় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩৮৬ হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় নগর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১০টি নিয়মিত, ২৭টি স্থায়ী, ২৭ অতিরিক্ত, ১০ ঝুঁকিপূর্ণ ও ১৭টি বৈকালিক টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে।

এসময় তিনি আরও বলেন, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বাস্থ্য বিভাগ বরাবরের মতো এবারও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্যাম্পেইন সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।