সিলেট থেকে ‘সরকার পতন আন্দোলনের ডাক’ দিলেন মেয়র আরিফ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩০ ২০২২, ২০:০৫

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ফাইল ফটো

সিলেট থেকে ‘সরকার পতনের আন্দোলন শুরু’ করতে চান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (৩০ মে) বিএনপির সভা থেকে এমন ঘোষণাও দিলেন দলটির কেন্দ্রীয় এই নেতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শোক র‍্যালি শেষে আয়োজিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে সিসিক মেয়র ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন- আজ সিলেটের ছাত্র, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। আজ থেকে সিলেট শাহজালালের এই পূণ্যভূমি থেকে এই স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন শুরু হলো।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কইয়ূম চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের অবদানের কারণে আজ আমরা নতুন ইতিহাস রচনা করতে পেরেছি। যার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ আমাদের এই শোক র‍্যালি, তিনি এমন একজন মানুষ যার বিরোধিতা করার যৌক্তিক ভাষা নাই। যারা তাঁর বিরোধিতা করে তারা শুধু অপপ্রচার করে আর চরিত্র হননের চেষ্টা করে। মিথ্যা রটনা করে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ছিলো উৎপাদন ও জাতিকে একতাবদ্ধ করে উন্নয়নে শামিল করা। যারা জিয়াউর রহমানের রাজনীতির বিরোধিতা করে, তারা বিভাজন তৈরি করে। জাতিকে বিভক্ত করে শাসন করার চেষ্টা করে, শোষণ করার চেষ্টা করে। ফলশ্রুতিতে জবাবদিহিতাহীন, ভোটারবিহীন সরকার সৃষ্টি হয়। মানুষের কাছে থেকে জবাবদিহিতা থেকে এ সরকার সরে এসেছে। মানুষের সম্মতির ভিত্তিতে তারা আসে নাই, তাই মানুষের আমানত লুট করে তারা ক্ষমতা দখলদার হিসাবে বসে আছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে দেশে একটি জাতীয়তাবাদী ও ঈমানদার সরকার প্রতিষ্ঠা করে এই দেশের মালিকানা মানুষের হাতে ফিরিয়ে দিবো। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা আমাদের সঙে শামিল থাকুন।

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শোক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল সোয়া ৩টার দিকে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা প্রদক্ষিণ করে আম্বরখানায় পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং জেলা-মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালিতে অংশগ্রহণের লক্ষ্যে দুপুর থেকেই সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিল সহকারে রেজিস্ট্রি মাঠে উপস্থিত হতে থাকেন। পরে তারা একত্র হয়ে শোক র‌্যালি বের করেন।

এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিলো সতর্ক অবস্থানে।