সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন সনাক্ত, বাড়ি লকডাউন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৫ ২০২০, ২০:৪৫

কে এম রায়হান, সিলেট প্রতিনিধি: সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, আমরা নিয়মিত করোনা ভা্ইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরিক্ষা নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকায় রোগ তত্ব বিভাগে পাঠাই। তাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে বাড়িটি লক ডাউন করা হয়। সনাক্ত হওয়া ওই রোগী প্রবাসী নয়। তিনি নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা বলেও জানান সিভিল সার্জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়ও এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটে এই প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী সনাক্ত হয়েছেন। বর্তমানে ওই রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।