সিলেটে “করোনা ভাইরাস ডিজিজ এন আপডেট” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০২০, ০০:১৯

ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭ টায় দরগাহ গেইটস্থ হোটেল হলি সাইডে “Novel CoronaVirus Diseas (COVID’19)” বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা: মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ডা: মুহাম্মদ আব্দুল্লাহ খান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক শিক্ষাবিদ অধ্যক্ষ মাসউদ খান,প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কে এম আখতারুজ্জামান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ড্যাব এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী ও বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাঃ মুহাম্মদ বদরুল আলম।

বিশিষ্ট শিশু সার্জন ডা: নজরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা: খলিলুর রহমান পাপ্পু ও শিশু বিশেষজ্ঞ ডা: আখলাক আহমদ,প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: রিফাত হোসাইন মালিক ও প্রফেসর ডাঃ আতিকুর রহমান।

ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার সভাপতি ডাঃ শাহীদ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সেমিনারে অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: শরীফ মোসাদ্দেক হোসেন,ডা: হাসানুজ্জামান হেলাল,ডা: আবুল কালাম,ডা: ইশফাক জামান সজীব,ডা: শফিকুল আলম, ডা: আবুল খায়ের,ডা: জাফর আহমদ চৌ:,ডা: জায়েদ হোসেন,ডা:রাদিয়া ফারুকী,ডা:নাসরিন আক্তার,ডা: রীমা খানম,ডা: হাজেরা রিমী,ডা: তাসনিমা ফারুকী,ডা: জান্নাতুন নাঈম।

সেমিনারে সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান,শিক্ষাবিদ মাওলানা নুরুজ্জামান,অধ্যাপক বজলুর রহমান,কে এম আবদুল্লাহ আল মামুন,ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম,আফজাল হোসাইন কামিল প্রমুখ।

সেমিনারের সাইন্টিফিক পার্টনার ছিল দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লি:।