সালমা বিনতে আবদুল্লাহ; জর্ডানের প্রথম নারী পাইলট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২০, ১৪:৪২

জর্দানের প্রথম নারী পাইলট হলেন সালমা বিনতে আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, জর্দানের রাজধানী আম্মানে পাইলট প্রশিক্ষণ শেষ করার পরে প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহকে প্রথম নারী পাইলট হিসেবে সম্মানিত করেন দেশটির দ্বিতীয় রাজা আবদুল্লাহ।

এক বিবৃতিতে জানানো হয়, জর্দানের প্রথম নারী পাইলট হয়েছেন রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। যিনি জর্দানের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাইলট প্রশিক্ষণ পরীক্ষায় সফল হয়েছেন। পরে ১৯ বছর বয়সী এই প্রিন্সেসকে প্রথম নারী পাইলট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।