সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইন শর্ত না মানায় জরিমানা গুণতে হল প্রবাসীকে

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৯ ২০২০, ০৪:০৬

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় করোনো ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে প্রকাশ্যে চলাফেরা করায় মো. কামরুজ্জামান নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো. কামরুজ্জামান সাতক্ষীরার কামালনগরের বাসিন্দা ও মালদ্বীপ প্রবাসী।

বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, বিকালে কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে সদ্য বিদেশ ফেরত কামালনগরের মো. কামরুজ্জামানের বাড়িতে তদারকি করতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তার পরিবারের সদস্যদের দিয়ে ফোন করিয়ে তাকে বাড়িতে ফেরত এনে জিজ্ঞাসাবাদ করলে সে ১৫ মার্চ দেশে ফিরেছে বলে স্বীকার করে। এসময় ভ্রাম্যমাণ আদালতে হোম কোয়ারেন্টাইনের শর্ত না মেনে প্রকাশ্যে চলাফেরা করার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ন্যূনতম ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

একই সাথে এলাকাবাসীকে বিদেশ ফেরত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করা ও তাদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়।