সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৫ হাজার খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০১ ২০২০, ১৪:১১

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় সাতক্ষীরা জেলায় ৫৫ হাজার খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। যা জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হবে

এছাড়া বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সাতক্ষীরা জেলায় ১ হাজার ৩শ মেট্রিক টন চাল ও নগদ ৬২ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সহায়তা এবং শিশু খাদ্য সহায়তা বাবদ ১৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

এর মধ্যে জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার অনুকূলে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ১৭০ মেট্রিক টন চাল ও নগদ ৫৩ লাখ ৫০ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ৯ লাখ ৯৯ হাজার ৮৪৭ টাকা উপবরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। অবশিষ্ট আছে ১৩০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ টাকা এবং শিশু খাদ্য সহায়তা বাবদ বরাদ্দ পাওয়া ৪ লাখ ১৫৩ টাকা।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কে। তিনি সাতক্ষীরা জেলায় ৫৫ হাজার খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় তালিকা প্রণয়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই কার্ডের উপকার সাতক্ষীরাবাসী ভোগ করবেন।