সাক্ষীদের নির্যাতন করে গ্রেনেড হামলায় তারেকের নাম জড়ানো হয়েছে: রিজভী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২১ ২০২০, ১৫:০২

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সাক্ষীদের নির্যাতন করে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের নাম জড়ানো হয়েছে বলে দাবী করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল মান্নানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো মাস্টারপ্ল্যানের অংশ। ‘২১ আগস্ট মিটিং হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, কিন্তু সেই মিটিং জোর করে আওয়ামী লীগ নিয়ে গেছে তাদের পার্টি অফিসের সামনে। পুলিশকেও ঠিকমতো অবহিত করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সেরকম আরও অনেক ঘটনা আছে। তাই বলছি উনি (তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) নিজে তা জানতেন এবং ওনার বিশ্বস্ত কোনো শক্তি বা ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিল। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া যাবে, সে জন্য ওই হামলা চালানো হয়েছে। এত বোমা ফুটল, কিন্তু প্রধানমন্ত্রীর কিছু হয়নি।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা এই ঘটনাকে অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মনে করি। যারাই করুক, তারা দুরাচার। কিন্তু এখানে বিএনপিকে জড়ানো, তারেক রহমানকে জড়ানোর একটি মাস্টারপ্ল্যানের অংশ।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি জোর করে ক্ষমতায় এসে সাক্ষীদের নির্যাতন করে তারেক রহমানের নাম বলিয়েছেন। আসল রহস্য এখানে অনাবিষ্কৃত রয়ে গেছে।’