সাকিবের জন্য দুঃসংবাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২১ ২০১৮, ০১:২৬

চোটের কারণে সাকিব আল হাসানের খেলা হয়নি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও নয়। সবাইকে অবাক করে শেষ দুই ম্যাচ খেললেও ব্যাটে-বলে ‘আসল’ সাকিবকে খুঁজে পাওয়া যায়নি। যেটির প্রতিফলন গতকাল প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেছেন সাকিব। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এক-দুইয়ে নেই তিনি।

সাকিব পিছিয়েছেন ব্যাটিং-বোলিং দুই বিভাগেও। ব্যাটিংয়ে সাত ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে, বোলিংয়ে দুই ধাপ অবনমিত হয়ে ১২-তে। নিদাহাস ট্রফির পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়েছেন পেসার রুবেল হোসেন। ফাইনালে দুঃস্বপ্নের এক ওভার করা রুবেল ৪০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৪২ নম্বরে। শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র বোলার মোস্তাফিজ, এক ধাপ পেছানোর পরও তিনি অষ্টম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাব্বির রহমান। তিন ধাপ এগিয়ে ১৮-তে উঠেছেন ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ব্যাটসম্যান। মুশফিকুর রহিম ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪৭ নম্বরে।

ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার-টি-টোয়েন্টিতে এই তিন বিভাগে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কলিন মানরো, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।